Bengali general knowledge part 4


Bengali general knowledge part 4:  :হ্যালো রিডার,‘freegk’ তে সমস্ত ছাত্র-ছাত্রী, চাকুরী প্রার্থীদের স্বাগতম।  যেকোনো সরকারি চাকরীর পরীক্ষায় general knowledge  বিষয় খুব গুরুত্বপূর্ন। সমস্ত  পরীক্ষায় জিকে এসে থাকে । তাই আজকের পোস্টে জিকে general knowledge থেকে গুরুত্বপূর্ণ পিডিএফ দেওয়া হলো.সমস্ত পরীক্ষার জন্য পিডিএফ টা কাজে লাগতে পাবে তাই অবশ্যই ডাউনলোড করে নিন.





Bengali general knowledge part 4





Bengali general knowledge part 4














1.সর্বপ্রথম ভারতের জাতীয় পতাকা কি রং ছিল ?


উত্তর :লাল ,হলুদ ও সবুজ রং

2  কবে সর্বপ্রথম ভারতের জাতীয় পতাকার রং নির্বাচিত হয়?

 উত্তর: 6 আগস্ট 1906 সাল

3. ভারতের রাষ্ট্রীয় প্রতিক  কি?

 উত্তর: অশোক স্তম্ভ

4.ভারতের জাতীয় ফুল কী ?

উত্তর: পদ্ম

5. ভারতের জাতীয় পাখি কি?

 উত্তর :ময়ূর

6. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম লোক বাস করে?

 উত্তর :দার্জিলিঙে

7. পশ্চিমবঙ্গের সর্বপ্রথম কোথায় কাপড়ের কল স্থাপিত হয়?

 উত্তর: শ্রীরামপুর

8. ভারতের একটি মৃত আগ্নেয়গিরির নাম কি?উত্তর: ব্যারেন দ্বীপ

9. বিশ্বের সবথেকে গতিসম্পন্ন জলচর প্রাণী কোনটি?উত্তর: আটলান্টিক সেইল ফিশ

10.আমেরিকার কোন প্রযুক্তিবিদ ভারতের ভাকরা বাঁধ এর নকশা তৈরি করেছে?

  উত্তর: হেনরি স্লোকাম

11. শ্রীলংকা কবে স্বাধীন হয় ?

উত্তর: 1948 সালে

12.পৃথিবীর মধ্যে দীর্ঘতম রেল ব্রিজ কোনটি ?উত্তর: আমেরিকার দি হিউয়ে পি লং ব্রিজ

13.পবিত্র চুক্তি রচয়িতা কে?

 উত্তর :রাশিয়ার প্রথম আলেকজেন্ডার

14 . ভারতের কোন শহরকে পিংক সিটি বলা হয়? উত্তর :রাজস্থানের জয়পুর কে

15.জাপানিরা নিজের ভাষায় দেশ কে কি বলে? উত্তর: নিশীথ সূর্যের দেশ

16.বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?

 উত্তর :ভ্যাটিকান সিটি

17.বিশ্বের দীর্ঘতম কৃত্রিম সাগরপথে নাম কি?

 উত্তর: সেন্ট লরেন্স সাগর পথ

18.বিশ্বের বৃহত্তম পার্ক কোনটি?

উত্তর :কানাডার আলবার্টা অবস্থিত উড বাকেলা ন্যাশনাল পার্ক

19. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ?

উত্তর: ইয়াং সিকিয়াং

 20.চাঁদের প্রথম মানচিত্র আঁকেন কে?

 উত্তর: পোলিশ জার্মান জ্যোতির্বিজ্ঞানীর জোহান্স হেভেলিয়াস


Click here to download Bengali general knowledge part 3


also download 18000+ general knowledge in Bengali version download pdf



Leave a Comment