Bengali general knowledge part 3: :হ্যালো রিডার,‘freegk’ তে সমস্ত ছাত্র-ছাত্রী, চাকুরী প্রার্থীদের স্বাগতম। যেকোনো সরকারি চাকরীর পরীক্ষায় general knowledge বিষয় খুব গুরুত্বপূর্ন। সমস্ত পরীক্ষায় জিকে এসে থাকে । তাই আজকের পোস্টে জিকে general knowledge থেকে গুরুত্বপূর্ণ পিডিএফ দেওয়া হলো.সমস্ত পরীক্ষার জন্য পিডিএফ টা কাজে লাগতে পাবে তাই অবশ্যই ডাউনলোড করে নিন.

1.. তড়িৎ প্রবাহ মাত্রা মাপার এককের নাম কি?উত্তর : অ্যাম্পিয়ার
2.একক হীন একটি রাশির নাম করো?
উত্তর : পারমাণবিক গুরুত্ব,আণবিক গুরুত্ব,আপেক্ষিক গুরুত্ব
3. দিপনপাবল্য বা দীপ্তি এর একক কি?
উত্তর : ক্যান্ডেলা
4. শূন্য স্থানে আলোর বেগ কত?
উত্তর : 4.186000 Sq/mile
5.শক্তির SI unit ki?
উত্তর : জুল
6.স্কেলার রাশি কি?
উত্তর : যে সকল রাশির মান আছে কিন্তু দিক নাই ।
7.সাধারণ তুলাযন্ত্র দিয়ে কি মাপা হয়
উত্তর : বস্তুর ভর
8. ঘানার আগে কী নাম ছিল ?
উত্তর : গোল্ড কাস্ট
9.উষ্ণতার এস আই একক কি?
উত্তর : কেলভিন
10.পৃথিবীর বয়স নির্ণয় করতে কোন আইসোটোপ ব্যবহার করা হয়?
উত্তর : কার্বন -14
11.আইসোটোপ নেই এমন একটি মৌলের নাম বলো।
উত্তর : সোডিয়াম
12. নিউক্লিয়নগুলির মধ্যে কোনটির ভর সর্বাধিক?উত্তর : নিউট্রন
13. ভারতের কোন্ অরণ্যে সিংহ দেখা যায় ? উত্তর : গির অরণ্য
14. হায়দ্রাবাদ কোন্ নদীর তীরে অবস্থিত ?
উত্তর : মুসি
15. হীরাকুঁদ বাঁধ কোন্ নদীর উপর অবস্থিত ? উত্তর : মহানদী
16. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কী ?
উত্তর : হীরাকুঁদ বাঁধ
17. কোন্ নদীর উপর ভাকরা–নাঙাল বাঁধ অবস্থিত ?
উত্তর : শতদ্রু
18. কমলালেবুর শহর কাকে বলে ?
উত্তর : নাগপুরকে
19. ‘হর্ষচরিত‘ কার লেখা ?
উত্তর : বানভট্ট
20. হাইড্রার গমন অঙ্গের নাম কী ?
উত্তর : কর্ষিকা
also, download 18000+ general knowledge in Bengali version download pdf