Life science question and answer in bengali part 2


Life science question and answer in Bengali part 2 :যেকোনো সরকারি চাকরীর পরীক্ষায় জীবন বিজ্ঞান বিষয় খুব গুরুত্বপূর্ন। সমস্ত  পরীক্ষায় জীবন  বিজ্ঞান থেকে অনেক সময় প্রশ্ন আসে  । তাই আজকের পোস্টে জিকে  জীবন বিজ্ঞান  (Life science in bengali ) থেকে গুরুত্বপূর্ণ পিডিএফ দেওয়া হলো .তবে টির সম্পূর্ণ টির  পিডিএফ ডাউনলোড করুন নিম্নে  থেকে .





Life science question and answer in bengali








Life science question and answer in Bengali 






প্রঃ 1. গলগন্ড রোগটির সঙ্গে সম্পর্কযুক্ত হরমোনটির নাম কী ?

: থাইরক্সিন

প্রঃ 2. আমাদের দেহে কোন যন্ত্র উদ্দীপনা সৃষ্টি করে?

: নিউরোন

প্রঃ 3. কোন হরমোন আইলেটস অব ল্যাঙ্গার হ্যানসহতে নিঃসৃত হয় ?

উঃ ইনসুলিন ও গ্লুকাগন হরমোন নিঃসৃত হয়

প্রঃ 4 .লিপ্তপদ কাকে বলে?

উঃ পায়ের আঙুলগুলি পাতলা চামড়া দিয়ে পরস্পর জুড়ে থাকলে, ঐরকম পাকে লিপ্তপদ বলে

প্রঃ 5. জীবের দেহে রক্তচাপ কমে যাবার কারণ কি?

উঃ গ্লুকোকরটিকয়েড হরমোন কম ক্ষরিত হওয়ার জন্য

প্রঃ 6.  বংশগতির একক বংশগতির বাহক ও ধারককে কি নামে অভিহিত করা  হয় ?

উঃ জিন

প্রঃ 7. গরুর MILK FEVER কিসের অভাবে হয় ?

উঃ ক্যাপসিয়াম

প্রঃ 8 .জীবের হৃদগতি বৃদ্ধি পায় কেন বা আমরা পরিশ্রমে হাঁপাই কেন?

উঃ থাইরক্সিনের প্রভাবে

প্রঃ 9.  রক্তে শর্করার পরিমাণ কখন বৃদ্ধি পায় ?উঃ থাইরক্সিনের প্রভাবে যকৃৎএর গ্লাইক্লোজিন নিঃশেষ হয়ে গিয়ে রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়

প্রঃ 10. সর্বাপেক্ষা সরল প্রটিনের নাম কি? এর রাসায়নিক সংকেত কি?

উঃ গ্লাইসিন C2H5O2N

প্রঃ 11. কিসের প্রভাবে প্রাণীর গলগণ্ড বৃদ্ধি হয় ?

উঃ থাইরক্সিন মাত্রারিক্ত ক্ষরণ হলে

an important topic for general science



  • 400+General Science Questions With Pdf Download

  • Railway special general science in Bengali version download pdf

  • Free! download Bengali general science book 

  • PDF Download Organic Compounds And Organic Chemistry Bengali version

  • ১০০০ টি জেনারেল সাইন্স প্রশ্নোত্তর 

  • জেনারেল সায়েন্স বই বাংলা তে 


  • প্রঃ 12.  ব্যাঙাচির রূপান্তরের সহায়ক কি?

    উঃ থাইরক্সিন

    প্রঃ 13. কোষ বিভাজন বলতে কি বোঝো ?

    উঃ যে উপায়ে জনিতৃ কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয়

    প্রঃ 14.  প্রাণীর আকার, বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ক্রমবিকাশ ও আয়তনের বৃদ্ধির জন্য দায়ী কে?

    উঃ কোষ বিভাজন

    প্রঃ  15. কোন অন্তঃক্ষরা গ্রন্থি হইতে ACTH নিঃসৃত হয়?

    উঃ পিটুইটারী গ্রন্থি

    প্রঃ 16. ক্রোমোজোমে কি কি নিউক্লিক অ্যাসিড থাকে ?

    উঃ R. N. A. এবং D. N. A.

    প্রঃ 17. প্লেগ রোগের জন্য দায়ী কোন্ জন্তু ?

    উঃ ইঁদুর

    প্রঃ 18.  বিড়াল থেকে কোন্ রোগ  সৃষ্টি হয় ?

    উঃ ডিপথেরিয়া

    প্রঃ  19. জলাতঙ্ক রোগ কোন প্রাণী কামড়ালে হয় ?

    উঃ কুকুর



    Leave a Comment