Life science in bengali :যেকোনো সরকারি চাকরীর পরীক্ষায় জীবন বিজ্ঞান বিষয় খুব গুরুত্বপূর্ন। সমস্ত পরীক্ষায় জীবন বিজ্ঞান থেকে অনেক সময় প্রশ্ন আসে । তাই আজকের পোস্টে জিকে জীবন বিজ্ঞান (Life science in bengali ) থেকে গুরুত্বপূর্ণ পিডিএফ দেওয়া হলো .তবে টির সম্পূর্ণ টির পিডিএফ ডাউনলোড করুন নিম্নে থেকে .
Life science in Bengali

1. কোন অ্যাসিড মানব দেহে অপেক্ষাকৃত বেশি পরিমানে আছে ?
উ: HCL
2. মুত্র প্রস্তুত হয় কোথায় ?
উ: কিডনীতে
3. থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রানরসের নাম কী ?
উ: থাইরক্সিন।
4. বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি ?
উ: টিস্প্যানিক পর্দা
5. জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ ?
উ: কার্বন
6. যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে ?
উ: গ্লাইকোজেন রূপে
7. একজন বয়স্ক লোক প্রতি মিনিটে কত বার শ্বাস নেয় ?
উ: ১২ – ১৮ বার
8. কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না ?উ : প্লীহা।
9. দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ?
উ :ভেগাস।
10. গ্যাস্ট্রিন কোথায় ক্ষরিত হয় ?
উ : পাকস্থলী।
11. কোন হরমোন রক্তচাপ বাড়ায় ?
উ :আড্রিনালিন
12. লিনিয়াস সারা উদ্ভিদ জগতকে কয় ভাগে ভাগ করেছিলেন ?
উ : ২৪ টি ভাগে
13. প্রাকৃতিক শ্রেনিবিন্যাস কোন বিজ্ঞানী প্রবর্তন করেন ?
উ : বেন্থাম ও হুকার
14. পাইরিনয়েড ডানা কোন কোষ অঙ্গানুতে পাওয়া যায় ?
উ : প্লাস্টিড
15. সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি ?
উ : অ্যানাবিনা ,নস্টক।
16. মানুষের শরীরের সবচেয়ে বড় হাড়ের নাম কি ?
উ: ফিমার
17. কোন প্রাণীকে ‘জলজ রেশম’ বলা হয় ?
উ: স্পাইরোগাইরা
18. মানবদেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি জল শোষিত হয় ?
উ: কোলন
19. কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় ?
উ: গরু
20. ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ?
উ : ক্যালসিফেরল

Life science book in bengali

achievers books pdf download