Geography gk in bengali:হ্যালো রিডার,‘freegk’ তে সমস্ত ছাত্র-ছাত্রী, চাকুরী প্রার্থীদের স্বাগতম। যেকোনো সরকারি চাকরীর পরীক্ষায় Geography gk in bengali বিষয় খুব গুরুত্বপূর্ন। সমস্ত পরীক্ষায় জিকে এসে থাকে । তাই আজকের পোস্টে জিকে Geography gk in bengali থেকে গুরুত্বপূর্ণ পিডিএফ দেওয়া হলো.সমস্ত পরীক্ষার জন্য পিডিএফ টা কাজে লাগতে পাবে তাই অবশ্যই ডাউনলোড করে নিন.কয়েকটির নমুনা দিলাম .সম্পূর্নই ডাউনলোড নিম্নের লিংক থেকে
1. প্রশ্ন:এরোপ্লেন বায়ুমন্ডলের কোন স্তর দিয়ে সাধারণত ওড়ে ?
উত্তর:—স্ট্র্যাটোস্ফিয়ার
2. প্রশ্ন:বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিফলিত হয়ে রেডিও ওয়েভ ফিরে আসে?-
উত্তর:মেসোস্ফিয়ার
3. প্রশ্ন:বিশ্বের উষ্ণতম স্থান?
উত্তর:–ট্রপ্রোশ্ফিয়ার–আল আজিজিয়া
4. প্রশ্ন:ভারতের 90 শতাংশ নদনদী পড়েছে
উত্তর:- বঙ্গোপসাগরে
5. প্রশ্ন:পৃথিবীর দীর্ঘতম হিমবাহ
উত্তর:- ল্যাম্বার্ট
6. প্রশ্ন:ভারতের প্রাচীনতম পর্বতমালা-
উত্তর:আরাবল্লী
7. প্রশ্ন:যোগ জলপ্রপাত-
উত্তর:কর্ণাটকে অবস্থিত
8. প্রশ্ন:অজন্তা গুহা কোথায় অবস্থিত-
উত্তর:মহারাষ্ট্রে অবস্থিত
9. প্রশ্ন:ভারতের গভীরতম বন্দর-
উত্তর: বিশাখাপত্তনম
10. প্রশ্ন:ভারতের শুল্কমুক্ত বন্দর-
উত্তর:কান্দালা(গুজরাট)
11. প্রশ্ন:ভারতের প্রাচীনতম তৈলখনি-
উত্তর: ডিগবয়
12. প্রশ্ন:পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ-
উত্তর:অস্ট্রেলিয়া
13. প্রশ্ন:সবচেয়ে উচ্চমানের কয়লা-
উত্তর: অ্যানথ্রাসাইট
14. প্রশ্ন:ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র-
উত্তর: সিদ্রাপং ( দার্জিলিং)
15. প্রশ্ন:চাঁদের আলো পৃথিবীতে পৌছাতে সময় লাগে-
উত্তর:1.26 সেকেন্ড
অন্যান্য গুরুত্বপূর্ণ জিকে গুলি
- .1000 NTPC GENERAL KNOWLEDGE
- 1000 Bengali General knowledge pdf download
- .1000+ Static Gk For All Competitive Exams
- ৭০০ টি গুরুত্বপূর্ণ জিকে
- .জাতিসংঘ সম্পর্কে বাংলাতে জানুন
- .All Subject Gk In One Pdf
- পরিবেশবিদ্যা জিকে
- .উদ্ভাবক এবং তাদের আবিষ্কার জিকে
- কম্পিউটার সম্পর্কিত জিকে
- .বিভিন্ন রাজ্যর প্রাদেশিক নৃত্য
- .বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ জিকে
- .৯০০০+ জিকে পিডিএফ
- .Download Now 500 Environmental Science Question And Answer Bengali