Geography General knowledge in bengali version:‘Freegk.in’ এডুকেশন ওয়েব পোর্টালে সবাই কে স্বাগতম। চাকরীর প্রস্তুতি, কেরিয়ার গাইডেন্স, চাকরীর খবরের বাংলা ওয়েব পোর্টাল হল ‘বেঙ্গল রিডার’।আগামী কয়েক মাসের মধ্যে অনেক চাকরীর পরীক্ষা আসতে চলেছে। তাই ‘বেঙ্গল রিডার’ বাংলার ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে প্রতিদিন জেনারেল নলেজ প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার থেকে প্রতিদিন চাকরীর পরীক্ষার উপযোগী বিভিন্ন বিষয়ের জেনারেল নলেজ পাবেন ও সাথে তার পিডিএফ। তাই আজকের পোস্টে ভূগোল বিষয় থেকে 60| গুরুত্বপূর্ন প্রশ্নত্তোর দেওয়া হল।WBCS Exam, PSC Exam, SSC Exam, UPSC Exam, Railway Group D Exam , Bank, Police সহ বিভিন্ন চাকরীর প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য এই প্রশ্নত্তোর খুবই গুরুত্বপূর্ন।কয়েকটি উদাহরণ দেওয়া হলো .
উত্তর আমেরিকার দীর্ঘতম (একক) নদী কোনটি ?- ম্যাকেঞ্জি (৪২৪১ কি.মি.)।
দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি ?- আমাজন (৬৪৩৭ কি.মি.)।
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি ?- আমাজন।
পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি ? আমাজন।
আমাজান নদী কোথায় পতিত হয়েছে ?- আটলান্টিক মহাসাগরে।
কোন নদী দিয়ে সবচেয়ে বেশি জল প্রবাহিত হয় ?- আমাজন।
আমাজান নদী দিয়ে প্রতি সেকেন্ডে কত ঘন ফুট জল প্রবাহিত হয ? – ৭২ লক্ষ ঘনফুট।
ওশেনিয়ার দীর্ঘতম নদী কোনটি ? মারে ডালিং, অষ্ট্রেলিয়া (৩৭৮০ কি.মি.)।
মারে ডালিং নদী কোন নদী সাগরে পতিত হয়েছে ?- ভারত মহাসাগরে।
পশ্চিমবঙ্গের কোথায় কুমীর প্রকল্পরয়েছে – দক্ষিণ ২৪ পরগনার ভগৎপুরে।
পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গণ্ডার সংরক্ষণ করা হয় – জলদাপাড়ায়।
পশ্চিম মেদিনীপুরের কোথায় মাদুর শিল্প বিখ্যাত – সবং।
পশ্চিম মেদিনীপুরের কোথায় কাসা পিতল শিল্প বিখ্যাত — ঘাটাল।
পশ্চিম মেদিনীপুরের কোথায় ভাসাপুল বিখ্যাত — ঘাটাল।
পশ্চিমবঙ্গের কোথায় প্রাকৃতিক গ্যাস ও তেলের খোঁজ পাওয়া গেছে – পূর্ব মেদিনীপুরের গোবিন্দপুর
মসনদইআলা কোথায় আছে— খেজুরির কাছে (পূর্ব মেদিনীপুরে)।
পূর্ব মেদিনীপুরের প্রধান অর্থনৈতিক ফসল কী – পান ও ফুল।
পশ্চিমবঙ্গের আয়তন কত – ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার।
পশ্চিমবঙ্গের উচ্চতম রেলস্টেশন কোনটি– ঘুম (দার্জিলিং)।
নেপালের বৈদেশিক বাণিজ্য হয় কোন বন্দর মারফত – কলকাতা
পশ্চিমবঙ্গে কটি প্রশাসনিক বিভাগ আছে- ৩ টি
পশ্চিমবঙ্গের দক্ষিণে কোন সাগর রয়েছে- বঙ্গোপসাগর।
কোচবিহার কোন মন্দিরের জন্য বিখ্যাত– মদনমোহন
পশ্চিমবঙ্গের জাতীয় গাছ কোনটি- ছাতিম।
Geography note Book In Bengali version lower level
West Bengal Geography Book PDF Download
Indian Geography Book In Bengali Version PDF Download
500 +Geography Gk in Bengali

Best MCQ on Geography of India with special reference to West Bengal for all competitive exams click here to download
ভূগোলের অন্যান্য গুরুত্ব পূর্ণ প্রশ্নোত্তর
- 100 Geography General Knowledge In Bengali
- West Bengal Geography Book pdf Download Epi-1
- 1*(গিরিপথ সমূহ )
- 2*(জনগণনা
- 3*Free! pdf download world geography
- 4*বায়ুমন্ডলের গঠন ও স্তর বিন্যাস
- 5*রাজ্যের নাম এবং কবে গঠিত হয়েছিলে তার সাল ও তারিখ
- 6*পশ্চিম বঙ্গের ভূপ্রকৃতি ও জলবায়ু
- 7 পশ্চিম বঙ্গের ভূগোল বই পর্ব -২
- 8*Rivers of west bengal (geography) bengali | bengal reader (পশ্চিম বঙ্গের নদনদী )
- 9*১২০০ + জিকে পিডিএফ ডাউনলোড