General Science and geography in bengali


চাকরীর পরীক্ষায় ১২৫ টি  বিজ্ঞান ও ভূগোল প্রশ্নত্তোর ও তার পিডিএফ।[ General Science and geography in bengali ] :

হ্যালো রিডার,‘Freegk’ এডুকেশন ওয়েব পোর্টালে সবাই কে স্বাগতম। চাকরীর প্রস্তুতি, কেরিয়ার গাইডেন্স, চাকরীর খবরের বাংলা ওয়েব পোর্টাল হল ‘Freegk.in ও bengalireader.com’।আগামী কয়েক মাসের মধ্যে অনেক চাকরীর পরীক্ষা আসতে চলেছে।Freegk.in  ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে প্রতিদিন জেনারেল নলেজ প্রস্তুতি শুরু করে দিয়েছে। WBCS Exam, PSC Exam, SSC Exam, UPSC Exam, Railway Group D Exam , Bank, Police সহ বিভিন্ন চাকরীর প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য এই প্রশ্নত্তোর খুবই গুরুত্বপূর্ন.উদাহরণ হিসাবে General Science and geography in bengali  কিছু দেওয়া হলো .





General Science and geography in bengali
















General Science and geography in Bengali 






1.     আর্সেনিক ও অ্যান্টিমণি কী ধাতুকল্প।

2.     গন্ধহীন গ্যাস কোনটি অক্সিজেন।


3.     ব্রোমিন কী এক ধরনের তরল অধাতু।

4.     রান্নার গ্যাসে (LPG) কোন-কোন উপাদান। থাকে বিউটেন ও প্রোপেন

5.     উদত্যাগী পদার্থগুলি কোনটি সোডিয়াম কার্বনেট

6.     সোডাওয়াটারের উপাদান কী জল ও কার্বন-ডাই অক্সাইড। .

7.     কোন কঠিন পদার্থের দ্রাব্যতা, উষ্ণতা বাড়লে কমে যায় অ্যামোনিয়াম সালফেট।

8.     চাপ বাড়ালে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতার কী পরিবর্তন হয় বাড়ে।

9.     ওজোন  কীসের রূপভেদ অক্সিজেন ।

10.      জৈব তেল থেকে ডালডা তৈরিতে কী ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন।

11.      রকেটে জ্বালানী হিসাবে কী ব্যবহৃত হয়তরল হাইড্রোজেন।










13.      দম দেওয়া ঘড়ির স্প্রিং গোটানো অবস্থায় থাকলে কী ধরণের শক্তি সঞ্চিত থাকে স্থিতিশক্তি।




14.      আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহৃত হয় কার্বন-ডাই অক্সাইড।




15.      একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে কী বলা হয় আইসোটোপ।




16.      জলপূর্ণ বিকারে ভাসমান একখন্ড বরফ গলে গেলে বিকারের জলতলের কী পরিবর্তন  হবে নিচে নেমে যাবে।




17.      স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদে কীসের সংখ্যা বেশি পত্ররন্ধ্রের।




18.      মিথাইল বর্গও অ্যালডিহাইড বর্গ কোথায় থাকে ক্লোরোফিল a b তে ।




19.      গোলকৃমি ও ফিতাকৃমি যথাক্রমে কোন পর্বের অন্তর্গত নিমাথেলমিনথিস ও প্লাটিহেলমিনথিস।




20.      ল্যাকটিক অ্যাসিড থেকে কত কিলো  ক্যালরি শক্তি উৎপন্ন হয় — 36.




21.      ফিতাকৃমির মুখ্য পোষক কে মানুষ।




22.      পলিপেপটাইড সংশ্লেষে অক্ষম কে Psendogene বা, ছদ্মজিন, যা DNAর একটি খন্ডক।




23.      জীবাণুর প্রোটিন দিয়ে তৈরি আবরণকে কী বলে ক্যাপসিড।




24.      নিউরোস্পোরাছত্রাক কোথায় ব্যবহৃত হয় জেনেটিক্সে গবেষণাগারে, উপাদান হিসাবে।




25.      বায়োটা কী কোনো নির্দিষ্ট স্থানের সব প্রজাতির জীবের একত্রীকরণ।





















Biology book in Bengali version PDF Download Click here








1000+ Bengali Life science general knowledge pdf download 

Leave a Comment