500 Geography In bengali General Knowledge For Competitive Exam| চাকরীর পরীক্ষায় 500 টি ভূগোলের প্রশ্নত্তোর ও পিডিএফ


চাকরীর পরীক্ষায় 500 টি ভূগোলের প্রশ্নত্তোর ও পিডিএফ। পর্ব ২   [Geography In bengali ] :




হ্যালো রিডার,




‘Freegk.in’ সবাই কে স্বাগতম। আপনি যদি চাকরীর প্রস্তুতি করতে চান, তাহলে ‘freegk.in’ আপনার জন্যে সেরা জায়গা।আগামী কয়েক মাসের মধ্যে অনেক চাকরীর পরীক্ষা আসতে চলেছে। তাই ‘বেঙ্গলি রিডার ও ফ্রীজিকে ’ বাংলার ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে প্রতিদিন জেনারেল নলেজ প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার থেকে প্রতিদিন চাকরীর পরীক্ষার উপযোগী বিভিন্ন বিষয়ের ২৫-৫০ টি করে জেনারেল নলেজ পাবেন ও সাথে তার পিডিএফ। তাই আজকের পোস্টে ভূগোল বিষয় থেকে ৫০০  টি গুরুত্বপূর্ন প্রশ্নত্তোর দেওয়া হল। কয়েক টি উদাহরণ হিসাবে দেওয়া হলো সম্পূর্ন তা পিডিএফ এ পাবেন .














চাকরীর পরীক্ষায় ৫০০  টি ভূগোলের প্রশ্নত্তোর: Geography In bengali 










চাকরীর পরীক্ষায় ৫০০ টি ভূগোলের প্রশ্নত্তোর ও পিডিএফ









1.     উদীয়মান শিল্প কোন শিল্প কে বলা হয় ? Ans. পেট্রো রসায়ন শিল্প




2.     মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত? Ans. নর্মদা বাঁচাও আন্দোলন ।




3.     ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি আন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম।




4.     ভারতের একটি রেলইঞ্জিন নির্মাণ কেন্দ্রের নাম কী পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন।




5.     উৎপাদন ক্ষমতা অনুসারে ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত কেন্দ্র কোনটি বোকারো




6.     ভারতের উচ্চতম মালভূমির নাম কীলাদাখ মালভূমি।।




7.     ভারতের বিখ্যাত আগ্নেয় মালভূমি দাক্ষিণাত্যের মালভূমি।।




8.     ভারতের লাদাখ মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে কত উঁচু ,০০০ মিটারের বেশি।




9.     পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ সমভূমির নাম কী গঙ্গা-ব্রহ্মপুত্রের সমভূমি।




10. পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত পূর্বদিকে।




11. পশ্চিমবঙ্গের আয়তন কত প্রায়। ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার।




12. পশ্চিমবঙ্গের সবচেয়ে সরু অংশটি কোন জেলায় আছে পশ্চিম দিনাজপুর জেলায়।




13. দার্জিলিং জেলার দক্ষিণে কী পর্বত আছেটাইগার হিল (২৫৬৭ মিটার)।




14. পশ্চিমবঙ্গের পূর্বদিকে কোন দেশ বাংলাদেশ।




15. ভারতের বৃহত্তম রাজ্য কোনটি রাজস্থান।




16. ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি গোয়া




17. আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি দক্ষিণ ২৪ পরগনা।




18. ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তর প্রদেশের।




19. ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে  কম সিকিম।




20. কলকাতা ভারতের কততম মহানগর –  দ্বিতীয় বৃহত্তম।




21. হুগলি জেলার সদর কোথায় চুচুড়াতে।




22. পুরুলিয়া আগে কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল ঝাড়খন্ড রাজ্যের।




23. একটি কেন্দ্রশাসিত দ্বীপপুঞ্জেরনাম কীআন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ।




24. ওড়িশার রাজধানীর নাম কী ভুবনেশ্বর।




25. বিহারের রাজধানীর নাম কী পটনা।









Geography In bengali 










26. ভারতের ৩টি আকরিক-লৌহ উত্তোলক অঞ্চলের নাম কী ছত্রিশগড়ের বাইলাডিলা,কর্ণাটকের কোমানগুন্ডি, তামিলনাড়ুর সালেম।




27. ভারতের একটি মিশ্র ইস্পাত উৎপাদক কেন্দ্রের নাম কী তামিলনাড়ুর সালেম।




28. দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কী কর্ণাটকের শিবসমুদ্রম।




29. উত্তর ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কী উত্তর প্রদেশের হরদুয়ারগঞ্জ।




30. একটি লিগনাইট কয়লা খনির নাম কী তামিলনাড়ুর নেভেলি।




31. ত্রিপুরার একটি তৈলক্ষেত্রের নাম কী বড়মুড়া।




32. ভারতের প্রাচীনতম তেলের খনি কোনটিঅসমের ডিগবয়।




33. পশ্চিমবঙ্গের একটি তৈল শোধনাগার  নাম কী হলদিয়া।




34. A.O.C. কথাটির পুরো নাম কী – Assam Oil Company.




35. পশ্চিমবঙ্গের একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম কী জলঢাকা।।




36. ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল কোনটি দামোদর উপত্যকা।




37. ভারতের বেশিরভাগ আকরিক লোহা কী প্রকৃতির হেমাটাইট।




38. ভারতে প্রাপ্ত অভ্রের বেশিরভাগ কোন শ্রেণির মাসকোভাইট।




39. দুটি ভাসমান তৈল উত্তোলক মঞ্চের নাম কী সাগর সম্রাট ও সাগর বিকাশ।




40. উত্তর ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দের নাম কী ওবরা।




41. আন্ধ্রা প্রদেশের একটি অভ্র উত্তোলন অঞ্চলের নাম কী গুডুর।




42. ভারতে মোট কটি তৈল শোধনাগার আছে  ১২টি।




43. ভারতের ম্যাঞ্চেস্টারকোন শহরকে বলেআহমেদাবাদকে।




44. হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প কোনটি পাট শিল্প।




45. ভারতের কোথায় রেলের বগি তৈরি করা হয় তামিলনাড়ুর পেরাম্বুরে।




46. ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোনটি পশ্চিমবঙ্গের হিন্দমোটর  অবস্থিত হিন্দুস্থান মোটরস লিমিটেড।




47. ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তিকেন্দ্র কোনটি তামিলনাড়ুর কালাপকুম।




48. কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কারখানা আছে ব্রাহ্মণী।




49. একটি সূক্ষ্ম যন্ত্রপাতি নির্মাণ কেন্দ্রের নাম কী কলকাতার যাদবপুরে ন্যাশনাল ইনস্ট্রমেন্ট লিমিটেড।








50. দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রবয়ন কোনটিতামিলনাড়ুর কোয়েম্বাটুর।









 Geography In bengali ডাউনলোড করতে এখানে ক্লিক করুন 


also, Download, 

Geography 1000+ general knowledge in Bengali

Geography Book In Bengali Version Class 9-10

Indian geography in Bengali version download 

West Bengal Geography Book PDF Download



Leave a Comment