125 Geography Question and answer in bengali


Geography Question and answer in bengali:আজকের পোস্টে ভূগোল বিষয় থেকে ১২৫ টি গুরুত্বপূর্ন প্রশ্নত্তোর দেওয়া হল।WBCS Exam, PSC Exam, SSC Exam, UPSC Exam, Railway Group D Exam , Bank, Police সহ বিভিন্ন চাকরীর প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য এই প্রশ্নত্তোর খুবই গুরুত্বপূর্ন।উদাহরণ হিসাবে কয়েকটি দেওয়া হলো Geography Question and answer in bengali সম্পুর্ণ টেক্সট টি পিডিএফ এ পাবেন …





Geography Question and answer in Bengali





125 Geography Question and answer in bengali












  1. তড়িৎ চুম্বকীয় তরঙ্গ (EMS) কি?উঃ একটি সর্পিল তড়িৎ তরঙ্গ ও একটি সর্পিল চুম্বকীয় তরঙ্গের মিলিত শক্তিতরঙ্গকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ (EMS) বলে।
  2. তড়িৎ চুম্বকীয় বর্ণালী (EMR) কি?উঃ আলোর বিচ্ছুরণের ফলে বিভিন্ন বর্ণযুক্ত যে আলো-পটি পাওয়া যায়, তাকে তড়িৎ চুম্বকীয় বর্ণালী (EMR) বলে।
  3. আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক কি?উঃ মাইক্রন।
  4. ঝাড়খন্ডের রাজধানীর নাম কী – রাঁচী।
  5. ISRO এর সদরদপ্তর কোথায় অবস্থিত?উঃ বেঙ্গালুরু।
  6. দৃশ্যমান বর্ণালী কি?উঃ সূর্য থেকে আগত আলোক বর্ণালীর যে অংশ মানবচক্ষুর দৃষ্টিগোচর হয়, তাকে দৃশ্যমান বর্ণালী (Visible Spectrum) বলে।
  7. কোন নদী প্রকল্প পশ্চিমবঙ্গ ও বিহারের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে – দামােদর।
  8. পূর্বতন কোন রাজ্য ভাগ হয়ে ঝাড়খন্ড রাজ্য গড়া হয়েছে — বিহার।
  9. ভারতের মহাকাশ গবেষণার জনক কে?উঃ বিক্রম সারাভাই।
  10. পিক্সেল (Pixel) কি?উঃ কোনো উপগ্রহচিত্রের ক্ষুদ্রতম অংশকে পিক্সেল (Pixel) বলে।
  11. এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?-  ইয়াং সি কিয়াং (৬৩০০ কি.মি.)।
  12. GIS কি?উঃ রিমোট সেনসিং এর মাধ্যমে প্রাপ্ত তথ্যসামগ্রীকে প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করে মানচিত্র প্রস্তুতকরণ পদ্ধতি হল GIS।
  13. আমুর নদীর উৎপত্তিস্থল কোথায় ? – ইয়াব্লোনর পর্বত।
  14.  আমুর নদীর দৈর্ঘ্য কত ?- ২৮২৪ কি.মি.।
  15. আমুর নদী কোথায় পতিত হয়েছে ?-   ওখটস্ক উপসাগরে।
  16. দক্ষিণ এশিয়ার প্রধান নদী কি কি ? – সিন্ধু -২৮৮০ কি.মি., গঙ্গা ও ব্রহ্মপুত্র -২৭০০ কি.মি.।
  17. সিন্ধু নদ কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ?- পাকিস্তান।
  18. সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে ?- আরব সাগরে।
  19. ব্রহ্মপুত্র নদী কোথায় পতিত হয়েছে ?- পদ্মা (গঙ্গা) নদীতে।
  20. ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? – সানপো।
  21. কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে ? – ভারত ও পাকিস্তান।
  22. সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে ?- আরব সাগরে।
  23. গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে ?- বঙ্গোপসাগরে।
  24. ব্রহ্মপুত্র নদ কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ? – তিব্বত, ভারত ও বাংলাদেশ।
  25. ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে ? -তিব্বত থেকে।
  26. টাইগ্রিস (দজলা) নদী কোথায় অবস্থিত ?- ইরাক (১,৮৯৯ কি.মি.) ।
  27. টাইগ্রিস (দজলা) নদী কোথায় পতিত হয়েছে ?- পারস্য উপসাগরে।
  28. রিমোট সেনসিং কি?
  29. উঃ মহাকাশে স্থাপিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠ পর্যবেক্ষণ ও প্রতিচ্ছবি গ্রহণের বৈজ্ঞানিক পদ্ধতি হল রিমোট সেনসিং বা দূর সংবেদন।
















Geography general knowledge in Bengali








Geography general knowledge in Bengali Download













































Leave a Comment