Science In bengali | পরীক্ষার বিজ্ঞান বিষয়ের সাম্ভব্য ১ সেট প্রশ্নত্তোর
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের সাম্ভব্য ৬৫ টি প্রশ্নত্তোর :
হ্যালো রিডার,
এবছর রেলওয়ে পরীক্ষায় বিজ্ঞান একটি গুরুত্বপূর্ন বিষয়। জেনারেল স্টাডিসের মধ্যে শুধূ মাত্র বিজ্ঞানের(Science In bengali)উপর প্রশ্ন থাকবে। তাই আজকের পোস্টে বিজ্ঞান বিষয় থেকে সাম্ভব্য ৬৫ টি প্রশ্নত্তোর দেওয়া হল। আশা করি তোমাদের খুবই উপকারে আসবে।
ডিজিটাল মাধ্যমে বাংলায় ভাষায় ও ইংরাজী ভাষার প্রস্তুতি ও পড়াশুনার জন্য ‘freegkও bengalireader.com ’ নিয়ে এলো বাংলার ছাত্র-ছাত্রীদের জন্যে নিয়ে এল ‘বিভিন্ন পিডিএফ ও জিকে ,বুক ও অন্যান্য তথ্য ’। আশা করি, আমাদের ছোট্ট প্রয়াশ তোমাদের তথা বাংলার ছাত্র-ছাত্রী দের অনেক উপকারে আসবে। নীচের পোস্ট টি ভালো লাগলে, উপরের হোয়াটসঅ্যাপ, আইকনে ক্লিক করে আপনাদের বন্ধু, গ্রুপের সাথে শেয়ার করুন।
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের সাম্ভব্য ৬৫ টি প্রশ্নত্তোর|Science In bengali
১।পূৰ্ণ বয়স্ক মানুষের দেহত্বকে স্বেদগ্রন্থির সংখ্যা কত – আনুমানিক ২০-৩০ লাখ।
২।স্বেদগ্রন্থি কপ্রকার – এই দুপ্রকার: উক্ষরা বা, এন্ডােক্রিন গ্রন্থি ও অপক্ষরা বা, অ্যাপােক্রিন গ্রন্থি। ।
৪। অবিদিত স্বেদ কাকে বলে – ঘর্মগ্রন্থির সক্রিয়তা ও সম্পর্কবিহীন অবস্থায় ত্বকীয় রক্তজালক থেকে ব্যাপন প্রক্রিয়ায় যে জল দেহানুভূতিহীনভাবে বাষ্প হয়ে সরাসরি দেহের বাইরে বেরােয় প্রতিদিন প্রায় ৮০০ মি.লি.)।।
৫।মানুষের দেহ থেকে দৈনিক কত পরিমাণ । ঘাম বেরােয় — গড়ে ১ লিটার।
৬।জনন কী – বংশবিস্তার ও প্রজাতির অস্তিত্ব রক্ষার প্রক্রিয়া।।
৭।গােনাডস কী পুং জননকোশ ও স্ত্রীজননকোশ উৎপন্নকারী যৌন গ্রন্থি দুটিকে গােনাডস বলে।
৮। অস্থিকোশ করকমের আছে – ৩ রকমের অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট ও অস্টিওক্লাস্ট।
৯।জননতন্ত্র কী-জননের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন মুখ্য ও আনুষঙ্গিক অঙ্গের সমন্বয়ে গঠিত তন্ত্ৰ।
১০। শুক্রাশয় ও ডিম্বাশয় কী – পুরুষ ও স্ত্রীদেহের মুখ্য যৌনগ্রন্থি বা, প্রাথমিক জননাঙ্গ।