RRB NTPC and Group d General Knowledge (GK) Bengali PDF


RRB NTPC and Group d General Knowledge (GK) Bengali PDF:Hello Readers, RRB NTPC General Science ( জেনারেল সায়েন্স) Bengali PDF Download. You can Download General Science Questions Answer for RRB NTPC 2019. Download General Science Questions Bengali for RRC Group D Exam. Railway Group D Exam General Science Bengali gk pdf Download. RRB NTPC General Awareness Bengali PDF here. If you are aspirant of the RRB NTPC Exam, then you must need this General Science Bengali PDF. Railway Group D General Awareness Questions Answer PDF Download.


















RRB NTPC and Group d General Knowledge (GK) Bengali PDF 










বন্ধুরা, আশা করি তোমরা RRB NTPC ও রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছো। যারা এখনও শুরু করনি, তারা আজ থেকেই টাইম টেবল বানিয়ে পড়তে শুরু কর। RRB NTPC ও RRC Group D পরীক্ষার জন্যে সাজেস্টিভ গুরুত্বপূর্ন জেনারেল সায়েন্স প্রশ্নত্তোর সেট নিয়মিত দেওয়া হবে। তোমরা রোজ ‘freegk.in and bengalireader.com’ সাইটে এসে প্রাকটিস কর, এবং প্রতি সেটের পিডিএফ গুলি ডাউনলোড করে রেখে দাও। সাথে, একটি অনুরোধ করব, তোমাদের বন্ধুদের সাথে পোস্ট গুলি শেয়ার কর। তাতে আমরা আরও অনেক প্রশ্নত্তোর নিয়ে পোস্ট করব এবং মোটিভেট হব।




RRB NTPC General Science Bengali PDF Download











RRB GKBengali PDF Download


1.     হেজ তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হল? — করমচা

2.     লেবুতে বেশি থেকে কোন্ ভিটামিন ভিটামিন সি

3.     আমলকী, লেবু, পেয়ারা ভিটামিনের উৎসভিটামিন সি।

4.     সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান কিসে দুধে।

5.     মাড়ি দিয়ে পুজি ও রক্ত পড়ে কেনভিটামিন সি এর অভাবে।

6.     সূর্য কিরণ হতে পাওয়া যায় কোন্ ভিটামিন ভিটামিন ডি।

7.     ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে অ্যালবুমিন

8.     মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় দুধকে।

9.     কোলেস্টরল হলএক ধরণের অসম্পৃক্ত অ্যালকোহল।

10. সহজে সর্দি কাশি হয় কিসের অভাবেভিটামিন সি এর অভাবে।

11. বিষাক্ত নিকোটিন থাকা কিসেতামাকে

12. ভিটামিন এ সবচেয়ে বেশি গাজরে।

13. মানুষের প্রোটিনের অভাবে হয় কোয়াশিয়কর রোগ।

14. মুখে ও জিহবায় ঘা হয় কিসের ফলে ভিটামিন বি এর অভাবে।

15. জলে দ্রবণীয় ভিটামিন হল ভিটামিন বি ও সি

16. শিশুদের রিকেটাস রোগ হয় কোন্ ভিটামিনের ফলে ভিটামিন ডি এর অভাবে।

17. মিষ্টি কুমড়া কি জাতীয় খাদ্য ভিটামিন জাতীয় খাদ্য।

18. মিষ্টি আলু হল শ্বেতস্বার জাতীয় খাদ্য।

19. শিমের দানা হলআমিষ জাতীয় খাদ্য।

20. সমৃদ্ধ ব্রিটিশ ভারতবইটির লেখক কে উইলিয়াম ডিগবি।

21.বিপিন গাঙ্গুলী কোন গুপ্ত সমিতির সাথে যুক্ত ছিলেন আত্মোন্নতি সমিতি।

22. পোস্ট অ্যান্ড টেলিগ্রাম দপ্তর কার আমলে স্থাপিত হয় লর্ড ডালহৌসি।

23.পৃথিবীর কক্ষপথের পরিধি কত প্রায় ৯৬ কোটি কিমি।

24.কোন দিন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয় ৪ জুলাই।

25.মেরুপ্রদেশের কাছাকাছি স্থান সমূহের অক্ষাংশ কে কি বলে উচ্চ অক্ষাংশ।

26.কোন বিজ্ঞানী প্রথম দেখান সব জৈব যৌগের মধ্যে কার্বন আছে দ্য ল্যাভসিয়ের।

27.দুটি বিন্দুর মধ্যেকার তড়িৎ বিভব মাপার যন্ত্রের নাম কি ভোল্ট মিটার।

28.ফোটোগ্রাফি তে কোন রাসয়ানিক দ্রব্য ব্যবহৃত হয় সিলভার ব্রোমাইড।

29.পুরানো পান্ডুলিপি লেখা পড়ার জন্য কোন রশ্মি ব্যবহৃত হয় অবলোহিত রশ্মি।

30.আন্তর্জাতিক সুখ দিবসকবে পালিত হয় ২০ মার্চ।

31.সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডেরসদর দপ্তর ভারতের কোন শহরে আছে নয়া দিল্লি।

32.কলকাতা থেকে ছাপার অক্ষরে প্রথম প্রকাশিত পত্রিকার নাম কী বেঙ্গল গেজেট।

33.বিশ্ব চড়ুই দিবসকবে পালিত হয় ২০ শে মার্চ।

34.অক্ষের চারিদিকে পৃথিবীর ঘূর্ণন দিক কি? পশ্চিম থেকে পূর্ব

35.ডব্লুটিওর ( WTO) পূর্ণ রূপ কি? বিশ্ব বাণিজ্য সংস্থা

36.সেবির সম্পূর্ণ রূপ কি? ভারতের সিকিউরিটিজ এবং এক্সচেঞ্জ বোর্ড

37.ভারতে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে? রাস্ট্রপতি

38.অফিস থেকে পদত্যাগ করার প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন? মোরারজি দেশাই

39.কোন সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারআইনী অধিকার তৈরি করা হয়েছিল? 44 তম সংশোধনী


RRB NTPC General Science Bengali




40.একটি বৈদ্যুতিক বর্তমান শক্তি শক্তি পরিমাপ জন্য ব্যবহৃত? Galvanometer

41.পৃথিবীর দ্রুততম প্রাণী কোনটি? চিতাবাঘ

42.ভারত কখন প্রজাতন্ত্র হয়ে গেল? 6 জানুয়ারী 1950

43.ভারতে সর্বোচ্চ সিভিলিয়ান পুরস্কার কোনটি? ভারত রত্ন।

44.HTTP এর সম্পূর্ণ ফর্ম কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল

45.ক্রিশ্চিয়ানা রোনালদো কোন খেলার সাথে সম্পর্কিত? ফুটবল

46.একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী কে? শচীন টেন্ডুলকার

47.ভারতের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী

48.সিনেমা অবতারকে পরিচালিত করেছিলেন? জেমস ক্যামেরুন

49.ইংরেজী চ্যানেল জুড়ে সাঁতার কাটানোর প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? আরতি সাহা।

50.পাতা সবুজ রং কি কারণে হয়? ক্লোরোফিল

51.কোথায় গেটওয়ে অফ ইন্ডিয়াঅবস্থিত? মুম্বাই

52.দ্বিতীয় বছরে এমএস ধোনির অধিনায়কত্বের অধীনে ভারত কোন এক বছরে আইসিসি বিশ্বকাপ জিতেছিল? 2011

53.ফুটবল বিশ্বকাপ কে সর্বাধিক বার জিতেছে? ব্রাজিল

54.শের শাহ সূরী, কোন বংশের ব্যক্তি ছিলেন আফগান বংশীয়।

55.তহকি-ই হিন্দকার রচনা অলবিরুনী।

56.প্রথম কে মহাভারতের বঙ্গানুবাদ করেনকবি পরমেশ্বর।

57.ভাস্কো-ডা-গামা কত সালে ভারতে আসেন- ১৪৯৮ খ্রিস্টাব্দে।

58.কত খ্রিস্টাব্দে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা হয় ১৬০০।

59.কোন সালে স্যার টমাস-রাে মুঘল সম্রাট নূর-উদ-দ্বীন জাহাঙ্গীরের দরবারে আসেন ১৬১৫।

60.কলকাতা নগরীর পত্তন হয় কোন বছর১৬৯০

61.কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে তৈরি হয় ১৬৯৬।

62.মুঘল যুগে ভারতের নামী সুতিবস্ত্র কেন্দ্র কোথায় ছিল জৌনপুরে।

63.কত সালে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ হয় ১৭৬১।

64.সিরাজ-উদ-দৌলা বাংলার সিংহাসনে কবে বসেন -১৭৫৬।

65.বক্সারের যুদ্ধ হয় কোন বছর -১৭৬৪।

66.বছর ধরে হওয়া যুদ্ধের অবসান হয় কত সালে-  ১৭৬৩।

67.বেসিনের সন্ধি কত সালে হয়-  ১৮০২।

68.পলাশির যুদ্ধের পর বাংলার নবাব কে হন- মির জাফর আলি খা।

69.তৃতীয় কর্ণাটকের যুদ্ধের সময় বাংলায় ফরাসিদের পৃষ্ঠপােষক কে হন- নবাব সিরাজউদ-দৌলা।

70.বর্তমানে পাওয়া পূরাণগুলির বেশিরভাগই সংকলিত হয়েছিল কোন যুগে গুপ্ত যুগে।

71.গৌড়বাহকার লেখা বাকপতির।

72.কুমার পাল-চরিতকার লেখা হেমচন্দ্রের।

73.সুকৃতি সংকীর্তনকার লেখা -অরিসিংহের।

74.রাসমালাকার লেখা সমেশ্বরের।

75.প্রাচীন ভারতের ভৌগলিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক বিষয়ের তথ্য পাওয়া যায় একঅজ্ঞাত পরিচয় গ্রীক নাবিকের লেখা থেকে। গ্রন্থটির নাম কী পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সি।

76.হাতিগুম্ফা শিলালিপি কোন রাজার আমলে উৎকীর্ণ লিপি কলিঙ্গরাজ খারবেলের আমলে।

77.গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণস্থান কুশিনগরকে কে প্রথম খুঁজে বের করেন কানিংহাম ও কার্লাইল।

78.ইবন-উল-পথির কী জন্য বিখ্যাত আরব বণিক ও পর্যটক।

79. 1. আর্মস অ্যান্ড দি ম্যানবইটি কার লেখা?(a) উইলিয়াম সমারসেট মডাম (b) চার্লস ডিকেন্স (c) জর্জ বার্নাড শ (d) লিও টলস্টয়

80. গরিবি হঠাও স্লোগানটি কত সালে উ|গিত হাছিল ?
(a) 1958 (b) 1966 (
c) 1971 (d) 1000


Download RRB NTPC and Group d General Knowledge (GK) Bengali PDF Click here


For railway exam Achievers special study material pdf download Click here



Leave a Comment