340+ History of General Knowledge ( ইতিহাস জেনারেল নলেজ) Bengali pdf
Download
History of General Knowledge ( ইতিহাস জেনারেল নলেজ) Bengali pdf Download. RRB NTPC History General Knowledge Bengali pdf download now. History General Knowledge for Railway Group D Exam. RRB NTPC General knowledge Bengali PDF 2020 available on our website. Railway Group D GK Question Answer set available on www.bengalireader.com. If you are a candidate for RRB NTPC Exam 2020, then you must read this post. Railway Group D History GK Questions PDF in Bengali Download now.
bengalireader and freegk.in’ ওয়েবসাইটে প্রতিদিন চাকরীর পরীক্ষার গুরুত্বপূর্ন প্রশ্নসেট দেওয়া হচ্ছে। বন্ধুরা, প্রতিদিন ভিজিটকরুন এবং প্রাকটিস করুন জেনারেল নলেজ প্রশ্নত্তোর ও ডাউনলোড করে নিন পিডিএফ Railway Group D Bengali GK PDF প্রতিদিন আমাদের সাইটে পাবেন। RRB NTPC History GK Bengali PDF ডাউনলোড করে নিন নীচ থেকে।
1.কিতাব-উল-হিন্দগ্রন্থটি কার লেখা – আল বেরুণী।
2.ফা-হিয়েন কার আমলে ভারত ভ্রমণ করেন – চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের আমলে।
4.কোন সম্রাটের মুদ্রায় বীণা বাদনরত সম্রাটের ছবি পাওয়া যায় – সমুদ্রগুপ্ত।
5.বাংলাদেশের কোথায় সম্প্রতি গুপ্ত পরবর্তী যুগের কিন্তু ইসলাম পূর্ববর্তী যুগের মুদ্রা পাওয়া গেছে — সমতট -হরিকেল অঞ্চলে।
6.তক্ষশিলার তিনটি নগরের নাম কী – ভীরমাউন্ট, সির্কাপ ও সিমুখ।
7.১০০০ খ্রিস্ট পূর্বাব্দে উত্তর ভারতে যে লোহার ব্যবহার ছিল তা সম্প্রতি কোথা থেকে পাওয়া যায় — আলিগড়ের কাছে খেরায়।
8.ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেহেরগড় সভ্যতার (৭০০০-১৮০০ খ্রিস্ট পূর্বাব্দে) বিষয়ে প্রথম আলোক পাত কে করেন – ফরাসি পুরাতাত্ত্বিক জাঁ ফ্রান্সোয়া জারিজ।
9.মেহেরগড় প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রের অবস্থান কোথায় – বলান গিরিপথের পাশে, ওকোয়েটা শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে বালুচ-ই-স্তানের কাছি জেলায়।
10.১০২৭ সালে সুলতান মামুদ সর্বশেষ অভিযান কাদের বিরুদ্ধে চালান – জাঠদের বিরুদ্ধে।
11.রুদ্রমণের উপাধি কী ছিল – মহাক্ষত্রপ।
12.ফা-হিয়েন পাটলিপুত্রে (গুপ্ত যুগে) কত বছর ছিলেন – ৩ বছর।
13.যশবর্মণ কোথাকার রাজা ছিলেন – মালবের।
14.শ্রোণীক কার উপাধি ছিল – বিম্বিসারের।
15.কুনিক(Kunik) কার উপাধি ছিল —অজাতশত্রু।
16.কলহনের লেখা রাজতরঙ্গিনীতে কোথাকার ইতিহাস আছে — কাশ্মীরের।
17.রাজতরঙ্গিনীকত সালে রচিত হয় – ১১৪৯-৫০ সালে।
18.স্কন্দগুপ্ত কোন উপাধি নেন -বিক্রমাদিত্য।
19.বালাদিত্য কার উপাধি –নরসিংহগুপ্তের।
20.জাতক মালাকার রাজত্ব কালে রচিত হয় – হর্ষবর্ধনের রাজত্ব কালে।
21.গুর্জর বংশের প্রতিষ্ঠাতা কে – প্রথম নাগভট্ট।
22.কোন সুলতানের রাজত্বকালে বিজয়নগর ও বাহমনী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় – মহম্মদ বিন তুঘলক।
23.কোন ঘটনার জন্য ভারতবর্ষের ইতিহাসে ১৩৯৮ সাল বিখ্যাত —আমির তাইমুর
24.কোন সুলতান দিল্লির সিংহাসনে সব থেকে বেশি সময় রাজত্ব করেন –ফিরোজ শাহ তুঘলক।
25.আমীর খসরুর ‘তারিক ই আলাই’ গ্রন্থে কার দাক্ষিণাত্য জয়ের বর্ণনা রয়েছে – মালিক কাফুর।
26.দাস বংশের শেষ সুলতান কে -কাইমুস।
27.‘জৈন ভিক্ষুরাজা’ কার উপাধি – খারবেলের।
28.কোন ঘটনাটি ভারতবর্ষের মধ্যযুগের ইতিহাসে খলজি বিপ্লব নামে বিখ্যাত-দিল্লির মসনদে দাস বংশের শাসনের সমাপ্তি ও খলভি বংশের শাসনের সূচনা।
29.কার প্রকৃত নাম ছিল মইজুদ্দিন মহম্মদ বিন সাম– মহম্মদ ঘুরী।
40.প্রথম কোন ব্রিটিশ বণিক ভারতে আসেন – জন নিউবেরি (১৫৮৩ খ্রিস্টাব্দে)।
41.কার লেখা পড়ে ব্রিটিশ বণিকরা ভারতে আসায় আগ্রহী হন – ব্রিটিশ পাদ্রি টমাস স্টিফেনের বাবাকে লেখা এক পত্র-গ্রন্থ পড়ে (প্রকাশিত হয় ১৫৮৯ খ্রিস্টাব্দে)।
42.ভারতের কোন মুঘল সম্রাট তুর্কি পোশাক ছেড়ে ভারতীয় পোশাক পরা চালু করেন – জালাল-উদ-দ্বীন মহম্মদ আকবর।
43.সম্রাট জালাল-উদ-দ্বীন মহম্মদ আকবর ধর্মশাস্ত্র আলোচনা র জন্য কবে ইবাদতখানাতৈরি করার আদেশ দেন ১৫৭৫ খ্রিস্টাব্দে।
44.মুঘল সম্রাটরারাজকাজে শরীয়ত আইনের বদলে কোন আইন মেনে চলতেন – চেঙ্গিস খানের তুরা(ইয়াসসা)।
45.কোন মুঘল সম্রাট পাখয়াজ বাজানো তে পারদর্শী ছিলেন – জালাল উদ-দ্বীন মহম্মদ আকবর।