Geography gk in bengali version & others gk pdf download


Geography gk in Bengali version & others gk pdf download 














[1]কোন সালে ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়? [মাধ্যমিক ১৯৮৮




উঃ ১৯৫০ সালে।









[২]ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল? [মাধ্যমিক ১৯৯২, ১৯৯৩




উঃ ভাষা।।









[৩] কর্কটক্রান্তিরেখা ভারতের কোন কোন্ অংশের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে?




উঃ ভারতের প্রায় মধ্যভাগ দিয়ে গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, পঃ বঙ্গ, ত্রিপুরা, মিজোরাম




প্রভৃতি রাজ্যের মধ্য দিয়ে।।









[৪] ভারতকে উপদ্বীপ বলা হয় কেন?




উঃ ভারত তিনদিকে সমুদ্র দ্বারা বেষ্টিত বলে।









[৫] উত্তর-দক্ষিণে ভারতের মোট দৈর্ঘ্য কত?




উঃ ৩,২১৪ কি.মি.।









[৬] পূর্ব-পশ্চিমে ভারতের মোট দৈর্ঘ্য কত?




উঃ ২,৯৩৩ কি.মি.।









[৭] ভারতের মোট আয়তন কত ?




উঃ প্রায় ৩২ লক্ষ ৮৭ হাজার ২৩৩ বর্গ কি.মি.।









[৮] পৃথিবীর মধ্যে আয়তনে ভারতের স্থান কতGeography gk in Bengali version








উঃ সপ্তম




 [৯] ভারতের উপকূলের দৈর্ঘ্য কত?




| উঃ মূল ভূখণ্ডের উপকূলের দৈর্ঘ্য,৭০০ কি.মি.।









[১০] কত সালে অন্ধ্র প্রদেশ রাজ্য গঠিত হয়?




উঃ ১৯৫৩ সালে।









[১১] রাজ্য পুনর্গঠন কমিশনকত সালে গঠন করা হয়েছিল?




উঃ ১৯৫৩ সালে।









[১২] কোন বছর ভারতে রাজ্য পুনর্গঠন পরিষদের সুপারিশ রূপায়িত হয়




উঃ ১৯৫৬ খ্রীষ্টাব্দের ১লা নভেম্বর।









[১৩] কত সালে নাগাল্যান্ড পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে?




উঃ ১৯৬৩ সালে।









[১৪] কত সালে পাঞ্জাব রাজ্য ভেঙে পাঞ্জাব ও হরিয়ানার সৃষ্টি হয়?




উঃ ১৯৬৬ সালে।









[১৫] লাক্ষাদ্বীপ, মিনিকয় ও আমিনদিভি দ্বীপপুঞ্জ বর্তমান নাম কি?




উঃ লাক্ষা দ্বীপ।









[১৬] ভারতের নবীনতম রাজ্য কোনটি?




উঃ ঝাড়খণ্ড।









[১৭] ভারতের বর্তমান রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত?Geography gk in Bengali version




উঃ ২৮টি অঙ্গরাজ্য ও ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল।









[১৮] পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কি?




উঃ পূর্বাশা বা নিউমুর।









[১৯] ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম লেখ।




উঃ বৃহত্তম রাজস্থান, ক্ষুদ্রতম গোয়া ।।









[২০] সবাধিক ও সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কি কি?




উঃ সর্বাধিক জনসংখ্যাবিশিষ্ট রাজ্য উত্তরপ্রদেশ। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য




| সিকিম।।









1000+Basic Computer Knowledge MCQ question and Answer









Leave a Comment